পাকিস্তান সুপার লিগের ১২তম ম্যাচে ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ের পর স্টারলিংয়ের দ্রুততম ফিফটিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
























করাচিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ফাহিম আশরাফ-হাসান আলীদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে কোয়েটা। ৭১ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক সরফরাজের ৪১ বলে ৫৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে কোয়েটা।
ইসলাবাদের হয়ে ৪ ওভার বোলিংয়ে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। হাসান আলী নেন ২ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইসলামাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার পল স্টারলিং। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২১ বলে তুলে নেন পিএসএলে ষষ্ঠ দ্রুততম ফিফটি। তার ৩৩ বলে ৫৬ রানের ইনিংসের পর আর খুব একটা বেগ পেতে হয়নি ইসলামাবাদকে। ৩ ওভার আগেই ৬ উইকেটের জয় তুলে নেয় তারা।
সংক্ষিপ স্কোর:
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৫৬/৭(২০)
সরফরাজ ৫৪(৪১), নেওয়াজ ৩১(২৯)
আশরাফ ১১/৩
ইসলামাবাদ ইউনাইটেড ১৫৭/৪(১৭ ওভার)
পল স্টারলিং ৫৬(৩৩), নাজির ৩৪(২৮)
জাহিদ ২/২৯