ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজে স্পিনার বোলার রাকিম কর্ণওয়েলের ব্যাটে ৮ উইকেটে ২৬৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।



দ্বিতীয় দিনে কোন উইকেট না হারিয়ে ১৯ নিয়ে ব্যাট করতে খুব একটা ভাল করতে পারিনি ব্রাথওয়েট, হোল্ডারা। ক্যাম্বেলের ৪২ আর কাইল মায়ার্সের ৪৫ রান ছাড়া টপ অর্ডারের আর কেউ তেমন রান পায়নি।
তবে অষ্টম উইকেট জুটিতে রাকিম ও জসুয়া ডি সিলভা দারুণ এক জুটি গড়ে লিড এনে দেয় উইন্ডিজকে। সিলভা ৪৬ রানে আউট হলেও ১৪০ কেজি ওজনের দীর্ঘদেহী রাকিম ঠিকই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি।
এই ফিফটির সাথে সাথে রেকর্ড খাতায় নাম লিখিয়েছেন এন্টিগুয়ার এই ক্রিকেটার। যা শ্রীলঙ্কার বিপক্ষে নয় নম্বারে ব্যাট করতে নামা কোন ক্যারিবিয়ানদের মধ্যে সর্বোচ্চ, এছাড়া স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামেও সর্বোচ্চ রানের রেকর্ড!
🔹️Maiden Test half century👏🏾
🔹️1st Antiguan to score a Test half century at the Sir Vivian Richards Cricket Stadium!🇦🇬#MenInMaroon #WIvSL pic.twitter.com/WZ4cN8JuRg— Windies Cricket (@windiescricket) March 22, 2021
Rahkeem Cornwall today:
🔹️Highest score by a number 9 at Sir Vivian Richards Cricket Stadium
🔹️Highest score by a West Indian number 9 v Sri Lanka#WIvSL #MenInMaroon pic.twitter.com/smyZpP1o8j
— Windies Cricket (@windiescricket) March 22, 2021
History in Wadadli!🇦🇬 Cornwall continues his stand at the crease tomorrow!#WIvSL #MenInMaroon
⏰: 10:00 A.M. AST/ 9:00 A.M. Jamaica pic.twitter.com/LZOvxmk5Dr— Windies Cricket (@windiescricket) March 22, 2021
রাকিম শেষমেষ ৭৯ বলে দুই ছক্কা ও ৯ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত আছেন আর স্বাগতিকরা লিড নিয়েছে ৯৯ রানের।
সংক্ষিপ্ত স্কোর:-
শ্রীলঙ্কা প্রথম ইনিংস :- ১৬৯/১০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস :- ২৬৮/৮ (১০১)
Stumps on what has been an exciting day of Test cricket! #WIvSL #MenInMaroon
Cornwall unbeaten on 60* (79) as WI lead by 99 runs. pic.twitter.com/HrofSok90Y
— Windies Cricket (@windiescricket) March 22, 2021