তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১৬৪ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এ ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারল না তামিমের দল। বলতে গেলে দ্বিতীয় ওয়ানডে ছাড়া বাকি দুটিতে বাংলাদেশ দলকে পাড়ার ক্রিকেটার বানিয়ে ছেড়েছে নিউজিল্যান্ড।



যেখানে নিউজিল্যান্ড ৩১৮ রান করে সেখানে বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশ অধিনায়ক তামিম ইকবাল। এমনকি ক্যাচ মিসের কারণে গত ম্যাচ হাত থেকেই বের হওয়ার পর এই ম্যাচেও একই ভুল করে বাংলাদেশ। সেই সাথে সহজ রান আউট গুলো করতে পারেনি সফরকারীরা।
তাইতো তামিমকে এই দুটো জিনিস কষ্ট দেয়। এক হচ্ছে ক্যাচ মিস ও আরেকটা হচ্ছে রান আউট। আজও মিচেলের অবিশ্বাস্য শতক হাঁকানোর পেছনে ফিল্ডারদেরও ভুমিকা ছিল। একাধিক ক্যাচ ও রান আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
ম্যাচ শেষে আলাপকালে তামিম বলেন, “আমরা বল হাতে ভালোই শুরু করেছিলাম। তবে ওদের দুই ব্যাটসম্যান ভালো খেলেছে। মাঝেমধ্যে ছোট ছোট জিনিস বেশি কষ্ট দেয়—ক্যাচ মিস, রানআউট। ওরা ভালো খেলেছে। তবে আমরাও খুব ভালো করিনি।”