দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়ছে। এবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই জমে উঠেছে লড়াই। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের মাটি কামড়ে টিকে থাকার সাথে রাহকিম কর্নওয়ালের অপরাজিতে প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৮৭ রান। শতক হাঁকাতে ১ রানের অপেক্ষা ব্রাথওয়েটের।



এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫ রানে জন ক্যাম্পবেল ও এনক্রুমাহ বনার ফিরে যান। এরপর মায়ার্সকে নিয়ে ব্রাথওয়েট দারুণ জুটি গড়লেও ৮ চারে ৪৯ রান করে ফিরেন মায়ার্স। ব্ল্যাকউড (১৮) – হোল্ডাররা (৩০) অধিনায়ককে সঙ্গ দিলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই।
তবে দিনের শেষ দিকে স্পিনার রাহকিম কর্নওয়ালকে নিয়ে ৬৫ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেন ব্রাথওয়েট। বাংলাদেশ সিরিজ থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ওপেনার মাটি কামড়ে টিকে থেকে প্রথম দিনেই খেলেন ২৩৯ বল। আর রান করেন ৯৯। আর ১ রান করলেই নবম শতকের মাইলফলক স্পর্শ করবেন ব্রাথওয়েট।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস) ২৮৭/৭ (৮৬ ওভার)
ব্রাথওয়েট ৯৯*, মায়ার্স ৪৯, কর্নওয়াল ৪৩*;
লাকমল ৩/৭১।
Kraigg Brathwaite will have to wait until tomorrow for a possible first century as Test skipper – the day ends with him on 99* 👀 #WIvSL
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 29, 2021