ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই তথা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগে দুই দলেরই একের পর এক ফুটবলার বাদের তালিকায় পরে যাচ্ছেন।
আগের আসরের দুই ফাইনালিস্টকে এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দাঁড় করিয়ে দেয় শেষ আটের ড্র। আবারও দুই মহারথীর লড়াই দেখতে তখন থেকেই মুখিয়ে ছিল দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই দুই দলের ভক্তকুল।



যদিও ভক্তদের সে আশায় গুড়ে বালি দিয়ে দিচ্ছে ক’রোনাভাইরাস এবং ইনজুরি। একের পর এক গুরুত্বপূর্ণ তারকারা ছিটকে যাচ্ছেন এই ম্যাচ থেকে।
প্রথমে পিএসজি তারকা মার্কো ভেরাত্তি ক’রোনায় আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেলেন। এরপর বায়ার্নের লেভানদোস্কিও ছিটকে গেলেন ইনজুরি নিয়ে।
এরপর ক’রোনা ভাইরাসের কারণেই পিএসজি তারকা ফ্লোরেঞ্জি ছিটকে গেলেন ম্যাচ থেকে। পারেদেস তো আগেই ছিটকে গেছেন।
এবার নতুন করে যোগ হয়েছে গ্যানাব্রে। বায়ার্ন মিউনিখের এই তারকা ক’রোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারনে পিএসজির বিপক্ষে আজকের ম্যাচে মাঠে নামতে পারবেন না।