দারুণ সুখবর দিলেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলি। বাবা হিয়েছেন এক ক্রিকেটার।মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানিয়েছেন, কন্যা সন্তান এসেছে ঘর আলো করে।



কন্যা সন্তানের বাবা হবার পর সবার কাছে দোয়া চেয়ে হাসান আলি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’
Allahumduillah! Allah has blessed us with the baby girl. Welcome to our family my princess. I wish this little angel 👼 have wonderful dreams and May the almighty always be with her to fulfill her dreams on the walk of her life.Ameen please remember in your dua
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) April 6, 2021
এদিকে হাসান আলির এই টুইটের পর একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে। সতীর্থ ব্যাটসম্যান আহমেদ শেহজাদ লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার এবং ভাবীর জন্য অনেক শুভকামনা। ছোট্ট রাজকন্যা এবং ভাবীর জন্য দোয়াও রইলো।’
পেসার শাহীন শাহ আফ্রিদির টুইট, ‘মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা।’ রোহাইল নাজির লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু। সর্বশক্তিমান আল্লাহ তোমাকে এমন সুন্দর একটি উপহার দিয়েছেন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা।’
yes i’m a bit sad that i’m away from my family at this precious moment but on the same time i’m happy i’m serving my nation🇵🇰 btw thanks for your wishes 🙏🏼 https://t.co/23J04xw49q
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) April 6, 2021
উল্লেখ্য, ২৬ বছর বয়সী হাসান আলি ২০১৯ সালের আগস্টে বিয়ে করেন সামিয়া আরজুকে। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান তিনি। জাতীয় দলের সাথে হাসান আলি এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থা করছেন।