ওয়ানডে সিরিজে ১৯৩ এর পর ১০১ টানা দুই সেঞ্চুরির হাঁকিয়ে প্রমান করেছেন দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আর তার পুরস্কার হিসেবে আসন্ন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন ফখর জামান। এছাড়া পায়ের পাতার চোটে ছিটকে যাওয়া শাদাব খানের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে রিস্ট স্পিনার জাহিদ মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলে জিম্বাবুয়েতে যাবে পাকিস্তান। ২১ এপ্রিল হারারেতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর খেলবে দুটি টেস্ট। সাত অতিরিক্ত খেলোয়াড়ের একজন হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে জাতীয় ক্যাম্পে যোগ দিয়েছিলেন জাহিদ।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছিলেন ৩৩ বছর বয়সী এই রিস্ট স্পিনার। এবার যুক্ত করা হলো টি-টোয়েন্টি দলেও। এই সংস্করণ দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল জাহিদের। জাতীয় দলের হয়ে ওই একটাই ম্যাচ খেলেন তিনি, নিয়েছলেন তিন উইকেট।
এই সময় পিসিবি আরও নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলেও থাকছেন ফখর জামান। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে কেবল ওয়ানডে দলে রাখা হয়েছিল তাকে।
Zahid replaces Shadab for Zimbabwe tourhttps://t.co/tKen5GtYCr
— PCB Media (@TheRealPCBMedia) April 7, 2021
Zahid Mahmood has been named as Shadab Khan’s replacement for the three-match T20I series against Zimbabwe, which will be played from 21-25 April in Harare, while Fakhar Zaman will stay with the side for the T20Is in South Africa & Zimbabwe #Cricket #SAvPAK #ZIMvPAK
— Saj Sadiq (@Saj_PakPassion) April 7, 2021
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, আরশাদ ইকবাল, জাহিদ মাহমুদ এবং উসমান কাদির।