উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের লড়াইয়ে জয় পেয়েছে চেলসি। পোর্তোকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল থমাস টুসেলের দল।
ক’রোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ায় বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে চেলসি। ম্যাসন মাউন্ট ইংলিশ দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বেন চিলওয়েল।



টুসেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর গত শনিবার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ৫-২ গোলে হারে চেলসি।
অনুশীলনে সংঘাতে জড়ান দলটির দুই সদস্য কেপা আরিসাবালাগা ও আন্টোনিও রুডিগার। প্রিমিয়ার লিগে বড় হার আর মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ঘুরে দাঁড়াল চেলসি।
আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগ।