গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে আলো ছড়িয়েছিলেন পিএসজি তারকা নেইমার জুনিয়র। জোড়া এসিস্টে দলকে জেতাতে রাখেন বড় ভূমিকা। কিন্ত সেই রোমাঞ্চকর রাত না পেরোতেই আবারও শাস্তির মুখে এই ব্রাজিলিয়ান তারকা।
লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে লাল কার্ড দেখায় এবার দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নেইমার। ফলে স্ট্রাসবুর্গ ও সেন্ট এতিয়েনের বিপক্ষে দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে পাবে না পিএসজি।



ঘরের মাঠে গত শনিবার লিলের কাছে ১-০ গোলে হারা ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। সেই ঘটনায় বুধবার তার শাস্তির কথা জানায় ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে মাঠে ছড়ায় উত্তেজনা। পরে তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি।
ফরাসি লিগ কর্তৃপক্ষ নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে, তবে স্থগিত থাকবে এক ম্যাচের শাস্তি।
গত সেপ্টেম্বরেও মার্সেইয়ের বিপক্ষে একটি ফাউলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।