ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা।এবার চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে বড় বিপদেই পড়ে গেল প্রোটিয়ারা। আইপিএলের জন্যে দলের ৫ জন তারকা ক্রিকেটারকে হারানোর পর এবার ছিটকে গেলেন দলটির অধিনায়ক ও আরেক তারকা ক্রিকেটার।



ওয়ানডে সিরিজে শেষ ম্যাচটা হারার সাথে সাথে ইনজুরিতে পড়েন এই সিরিজেই অধিনায়কের দায়িত্ব পাওয়া টেম্বা বাভুমা। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কের দায়িত্ব কাঁধে উঠলেও চোট পেয়ে ছিটকে গেছেন তিনি।
এছাড়া র্যাসি ফন ডার ডুসেনকেও পাচ্ছে না টি-টোয়েন্টি সিরিজে। তরুণ এই ব্যাটসম্যান ইনজুরিতে পড়ায় দীর্ঘদিন থাকতে হচ্ছে মাঠের বাহিরে। অন্তত ১০ দিনের মধ্যে বাইজ গজে নামা হচ্ছে না তার।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের পর কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিদিসহ দলের নিয়মিত পাঁচ ক্রিকেটারকেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার হারালো বাভুমা ও ডুসেনসহ আরও দুই ক্রিকেটার। তাই বলা চলে একধরনের বিপদেই পড়ে গেছে স্বাগতিক দলটি।