শুধু ক্রিকেট নয় স্পোর্টসম্যান মানেই যেন লম্বা-চওড়া, বিশালদেহী সব মানুষ। তবে তারপরও কিছু মানুষ এই উচ্চতাকে হার মানিয়ে নিজেদের তৈরি করে সেরা খেলোয়াড় হিসেবে। সব জয় করে পেয়েছেন তারকা খ্যাতি। যদিও লম্বাকৃতির ক্রিকেটাররা খেলায় বিশেষ সুবিধা পায়। বিশেষ করে ফিল্ডিংয়ে বাড়তি সুবিধা পান লম্বা খেলোয়াড়রা।




তবে ক্রিকেটে কম উচ্চতার খেলোয়াড়ও কিন্তু আছেন। উচ্চতার বিচারে যাঁদের খাটো বললে ভুল হবে না, আজ এমনই কয়েকজন ক্রিকেটারের কথা জানাবো আমরা।
কর্নেলিয়াস ফ্রান্সিস ক্রুগার ভ্যান উইক (৪ ফুট ৯ ইঞ্চি):
২০১২ সালের ৭ মার্চে নিউজিল্যান্ডের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয় তাঁর। মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে উচ্চতায় সবচেয়ে খাটো ক্রিকেটার হিসেবে নাম লেখান । নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৯ টেস্ট খেলেছিলেন তিনি। ৯ টেস্টে ১৭ ইনিংসে ২১.৩১ গড়ে ৩৪১ রান করেছিলেন তিনি।




ওয়াল্টার লেটার কনফোর্ড (৪ ফুট ১১ ইঞ্চি):
ইংল্যান্ডের জার্সি গায়ে মাত্র ৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ৪ টেস্টে মাত্র ৩৬ রান করেছিলেন। খাটোদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কনফোর্ড ১৯৬৪ সালের ৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।




আলফ্রেড পারচি ফ্রিম্যান (৫ ফুট ২ ইঞ্চি):
ইংল্যান্ডের এই লেগ স্পিনার ২২ টেস্টে ৬৬ টি উইকেট শিকার করেছিলেন। ৪ উইকেট দখল করেছিলেন ৩ বার। পাঁচ উইকেট পেয়েছিলেন পাঁচ বার। এছাড়া ১০ উইকেটের দেখা পেয়েছিলেন তিনবার। ১৯৬৫ সালে তিনি মৃত্যু বরণ করেন।




মুশফিকুর রহিম (৫ ফুট ৩ ইঞ্চি):
২০০৬ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। ৬২ টেস্টে ১১৬ ইনিংস খেলে মুশি করেন ৩৬৯৯ রান। ওয়ানডেতে ১৮৭ ম্যাচ খেলে ১৭৩ ইনিংসে ৪৮২৮ রান করেন। এছাড়া টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ৬৬ ইনিংসে ইনিংসে ১১৩১ রান করেছেন তিনি। এছাড়াও তিন ফরম্যাটে ৩৪৯ টি ডিসমিসাল রয়েছে তাঁর।




মমিনুল হক (৫ ফুট ৩.৫ ইঞ্চি):
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুমিনুলের। ২৯ টেস্টে ৫৪ ইনিংসে ২১৭০ রান করেছেন তিনি। ওয়ানডেতে ফরম্যাটে ২৬ ম্যাচে ২৪ ইনিংসে ৫৪৩ রান এবং টি-টোয়েন্টিতে মাত্র ৬ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৬০ রান।




পার্থিব প্যাটেল (৫ফুট ৩.৭৫ ইঞ্চি):
ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান টেস্টে ৩৮ ইনিংসে ৯৩৪ রান, ওয়ানডেতে ৩৪ ইনিংসে ৭৩৬ রান এবং টি-টোয়েন্টিতে ২ ইনিংসে ৩৬ রান সংগ্রহ করেছেন। এছাড়াও তিন ফরম্যাটে ১১২ টি ডিসমিসাল এই উইকেটরক্ষকের। খাটোদের তালিকায় তিনি ৬য়ে অবস্থান করছে।




গুন্দপ্পা রঙ্গনাথ বিশ্বনাথ (৫ ফুট ৪ ইঞ্চি)
ভারতের এই ব্যাটসম্যান এক সময় ভারত দলের নিয়মিত ও অন্যতম সেরা ব্যাটসম্যান ছিল। ক্যারিয়ার শেষের আগে ৯১ টেষ্টে ৬০৮০ রান এবং ২৫ ওয়ানডেতে ৪৭৯ রান করেন তিনি। খাটোদের তালিকায় তিনি ৭-এ অবস্থান করছেন।
/স্পোর্টসজোন-টোয়েন্টিফোর