অস্ট্রেলিয়াতে ৭ টি-টোয়েন্টি খেলে এখনো কোন জয় নেই পাকিস্তানের। আর সবশেষ ম্যাচে তারা হেরেছে জিম্বাবুয়ের কাছে। পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয় আর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের পারফরম্যান্স তাই আশা দেখাচ্ছে ডাচদের। তাইতো টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে কোচ রায়ান কুক বললেন, পাকিস্তানকে অজেয় কোনো দল মনে করেন না তারা।


ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস কোচ রায়ান কুক বলেন, “আমি মনে করি, প্রতিটি দলই জিততে চায়। তবে হ্যাঁ, আমরা স্পষ্ট দেখেছি, পাকিস্তান দলকে হারানো সম্ভব। নিঃসন্দেহে সম্প্রতি নেদারল্যান্ডসে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে তাদের বিপক্ষে খেলা আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে কারণ আমরা ওই ম্যাচগুলোতে (জয়ের) বেশ কাছাকাছি গিয়েছিলাম। আশা করছি এবার জিততে পারব। সেটা হলে খুব ভালো হবে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি এই ম্যাচের অনন্য একটি দিক হল এটি সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশে হবে। অস্ট্রেলিয়ায় খেলা আর নেদারল্যান্ডসে খেলা ভিন্ন ভিন্ন কন্ডিশনের ব্যাপার। এই ম্যাচটিকে যা আরও আলাদা করছে তা হলো, আমাদের এই দলটি সেখানে (ওয়ানডে সিরিজে) যেমন ছিল তার তুলনায় বেশ আলাদা।”
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই খেলেছে পাকিস্তান ও নেদাল্যান্ডস। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তানের ১৭৬ রান তাড়া করতে নেমে ডাচরা ৯৩ রানে অলআউট হয়েছিল।
তবে এই ১৩ বছরে দলটি উন্নতি করেছে বেশ। কুক মনে করেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তারা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেন, তাহলে ইতিবাচক ফলাফল আসবে তাদের পক্ষেই।
“আমি মনে করি আগামীকাল দুই দলই শূন্য পয়েন্ট থেকে শুরু করবে এবং এই দিক থেকে উভয় দলই সমানে সমান। হ্যাঁ, আমি মনে করি আমরা দুটি ভালো দল যারা আগামীকাল লড়াই করব। এই পরিস্থিতিতে আসা, যেমনটা বলেছি, আমরা আত্মবিশ্বাসী এবং ইতিবাচক যে আমরা যদি নিজেদের কাজটা ভালোভাবে করতে পারি, তাহলে আমরা তাদের বাধা পেরিয়ে যেতে পারব।”