আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর বার্ষিক সাধারণ সভা৷ সেখানে গত বছরের আয় ব্যয় সহ আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে। গত বছর আয়ের চেয়ে ব্যয়ই বেশি হয়েছে বাফুফের৷



গত আর্থিক বছরে বাফুফের ব্যয় ৩৩ কোটি ৭৯ লাখ ৪১ হাজার টাকা এবং আয় ২৮ কোটি ৮০ লাখ আট হাজার টাকা। ঘাটতি ছিল প্রায় ৫ কোটি টাকা। নতুন আর্থিক বছরে ৮ কোটি টাকার সম্ভাব্য ঘাটতি ধরে নতুন বাজেট করেছে বাফুফে। সেখানে সব খাত মিলিয়ে সম্ভাব্য আয় ৪১ কোটি ৯৫ লাখ ধরা হয়েছে।
ঘাটতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘কংগ্রেস খুবই শান্তিপূর্ণ হয়েছে। তাদেরকে এবার বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে, কীভাবে কী হচ্ছে, আর্থিক বিষয়, প্ল্যানিং- সব বিষয় তাদের সামনে তুলে ধরা হয়েছে। কংগ্রেস শেষ হওয়ার পর উনারা যখন কথা বলেছেন, সন্তুষ্ট দেখা গেছে। অবশ্যই দু-একজন তো থাকবেই, যারা সন্তুষ্ট হবে না। কিন্তু সার্বিকভাবে সবাই সন্তুষ্ট।’
গতবছরের অডিট দেখে প্রায় সবাই ‘হ্যাঁ’ সূচক মন্তব্য করেছেন বলে জানিয়েছেন সালাউদ্দিন, ‘গতবারের অডিট এক মিনিটের মধ্যে পাস হয়েছে। অডিটটা দেখেই তারা বলেছে সব ঠিকঠাক আছে। অডিট রিপোর্ট নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, তারা আমাদের ওপর ছেড়ে দিয়েছে। আমাদেরই দায়িত্ব এটা জোগাড় করা। যেহেতু আমরাই অর্থ জোগাড় করি- এ কারণে কেউ কোনও প্রশ্ন তোলেনি। আমরা আশা করি, এই ঘাটতি আমরা পুষিয়ে নিতে পারবো।’