মাঠে চলছে পাকিস্তান-নেদারল্যান্ডসের খেলা। পার্থের স্টেডিয়ামের মাথায় উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য দিচ্ছেন নাতালি জার্মানোস। টি-টোয়েন্টি বিশ্বকাপের এমনই দৃশ্য ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে রীতিমতো বুক কেঁপে গেল নেটিজেনদের।


রবিবার পার্থ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় পার্থের স্টেডিয়ামের ছাদে উঠে যান ধারাভাষ্যকার নাতালি। একাধিক ক্যামেরাম্যানের সঙ্গে স্টেডিয়ামের ছাদে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে থাকেন। প্রত্যেকেই প্রয়োজনীয় সুরক্ষা নিয়েছিলেন। রোপ দিয়ে তাঁদের বাঁধা ছিল। তারইমধ্যে একবার পুরোপুরি উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য দিতে থাকেন নাতালি। তিনি বলেন, ‘ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খেলা দেখা যাচ্ছে।’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ধারাভাষ্যের দৃশ্য। কীভাবে এত উঁচুতে উলটো হয়ে ঝুলে আছেন, তা ভেবেই বুক কাঁপতে শুরু করে নেটিজেনদের। এক বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের ধারাভাষ্যকার এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান আতিফ নওয়াজ বলেন, ‘আমি আগে থেকেই জানতাম যে খেলা নিয়ে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে নাতালি জার্মানোসের।’ পাকিস্তানি সাংবাদিক রোহা নাদিম আবার বলেন, ‘প্রত্যেক সঞ্চালকের স্বপ্নপূরণ করলেন নাতালি জার্মানোস।’

একইসুরে এক নেটিজেন বলেন, ‘আপনি (নাতালি জার্মানোস) কী মারাত্মক সাহসী।’ ইংরেজ ক্রিকেটার কেট ক্রস মজা করে বলেন, ‘আজ যা করেছেন, সেজন্য সম্প্রচারকারী সংস্থার থেকে বড়সড় বোনাস পাওয়া উচিত নাতালি জার্মানোসের।’ স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার চার্লস ডাগনাল আবার বলেন, ‘ওসব সুরক্ষাবর্মের কী দরকার ছিল? আমি তো ভেবেছিলাম, তুমি আরও বেশি সাহসী।’
নাতালি যে কাণ্ড করেছেন, তাতে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ ছেড়ে তাঁর দিকেই নজর ঘুরে গিয়েছে। এমনিতে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান জয় পেয়েছে ৬ উইকেটে।
#ICCTV’s Natalie Germanos at her new commentary position! 👏🏼👏🏼👏🏼 #Perth #NEDvPAK #T20WorldCup pic.twitter.com/wNkSd2krkP
— Ajesh Ramachandran (@Edged_and_taken) October 30, 2022