সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের কাছে ভারতের হারে সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেলো পাকিস্তানের। বাংলাদেশের সামনেও এখন সেমির সমীকরণ কঠিন হয়ে গেলো।


পয়েন্ট টেবিলে ৫ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভারত। সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বাংলাদেশ। চারে অবস্থান জিম্বাবুয়ের আর পাঁচে রয়েছে পাকিস্তান, সবশেষ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস।
প্রতিটি দলেরই বাকি রয়েছে ২ টি করে ম্যাচ। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায় তবে পুরো আশা শেষ হবে পাকিস্তানের। আবান পাকিস্তান বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শেষ হবে সেমির স্বপ্ন।
আবার পাকিস্তান যদি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেও যায় তবুও চেয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচে। সেই ম্যাচে প্রোটিয়ারা জিতলে আর ভারত বাংলাদেশকে হারালে সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। বলা যায় কাগজে কলমে পাকিস্তানের আশা থাকলেও সেই সম্ভাবনা ক্ষীন।
পার্থ স্টেডিয়ামের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের লক্ষ্য দেয় বিরাট-যাদবরা। জবাবে ২ বল বাকি থাকতে থাকতে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে শুরুতেই ডি কক -রুশোর উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দুজনকেই এক ওভারে ফেরান আর্শদীপ সিং। দ্রুত ফেরেন বাভুমাও। তবে এরপর দারুণ জুটি গড়েন মার্করাম-মিলার।
মার্করামের ক্যাচ কোহলি ছাড়ার পর রোহিত সহজ রান আউট মিস করলে মোমেন্টাম আরো পায় দক্ষিণ আফ্রিকা। ৪১ বলে ৫২ রানে মার্করাম ফিরলেও ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিলার।
এর আগে পার্থের বিশাল মাঠে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে অবশ্য খুব একটা সময় নেননি দক্ষিণ আফ্রিকার পেসাররা। দুর্দান্ত সুইং-বাউন্সে প্রথম ঘন্টার পুরোটাই জিতে নিয়েছেন এনগিডি-নর্টজেরা।
শুরুটা হয়েছে রোহিতকে দিয়ে। ১৫ রান করে ভারতীয় অধিনায়ক ক্যাচ দিয়ে ফেরেন এনগিডির বলে। একই ওভারে ফেরেন আরেক ওপেনার রাহুলও। দুই ওপেনারের বিদায়ের পর ২৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।
পঞ্চম উইকেটে দিনেশ কার্তিককে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করছেন যাদব। যদিও ৫২ রানের সে জুটিতে কার্তিকের অবদান ছিল মাত্র ৬ রান। ৪০ বলে ৬৮ রান করে যাদব ফিরলে আবারও ভাটা পড়ে রানে। ১৩৩ রানে থামে ভারতের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন এনগিডি। তিনটি উইকেট পেয়েছেন ওয়াইন পার্নেল। আর একটি উইকেট গেছে নর্টজের ঝুলিতে।