টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সুপার টুয়েলভের দেশগুলো। বিশ্বকাপের এই মহাযজ্ঞের মাস দেড়েক পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। তবে এরই মধ্যে দল গুছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একের পর এক বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে তারা।


সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে জিম্বাবুয়ের রায়ান বার্লের। বিপিএলের আসন্ন আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ বাতাবেন তিনি।
সোমবার (৩১ অক্টোবর) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগ স্পিনার রায়ান বার্ল এখন স্ট্রাইকার!’
সিলেট স্ট্রাইকার্স বার্লের ছবির ক্যাপশনে আরও লেখে, ‘বাংলাদেশি এবং বিপিএল ক্রিকেট অনুরাগীদের কাছে রায়ান একটি পরিচিত নাম, সে সম্প্রতি ক্রিকেট বিশ্বের মনোযোগ কেড়েছিলেন যখন তিনি অস্ট্রেলিয়ার যেকোনো ফরম্যাটে জিম্বাবুয়ের প্রথম জয়ে অবদান রেখেছিলেন। টাউনসভিলে একটি ওডিআইতে তিন ওভারে ১০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঐতিহাসিক জয় তুলে নেয়। রায়ান বার্ল বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলছেন। আমরা রায়ান বার্লকে আমাদের সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই!’
The Zimbabwean middle order batsman and leg spinner Ryan Burl is now a Striker ! ❤️
We welcome Ryan Burl to our Sylhet Strikers family !#SylhetStrikers #bpl2023 #cricket #Bangladesh pic.twitter.com/WWKYjMRks4
— Sylhet Strikers (@SylhetStrikers) October 31, 2022