নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার। পরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠার সমীকরণ এই দুই ম্যাচই কঠিন করে দিয়েছিল। আজ আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হয়ে যেত।


তবে তা হতে দেননি ফিঞ্চ-কামিন্সরা। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে আইরিশদের ৪২ রানে হারিয়েছে অসিরা। এ জয়ের পরও অস্ট্রেলিয়া যে খুব স্বস্তিতে আছে তা বলার উপায় নেই। আজ ব্রিসবেনের গ্যাবায় জয় তুলে নেওয়ার পর ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ১-এর পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে অ্যারন ফিঞ্চের দল।
তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলে এক ও তিনে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
ইংল্যান্ড (+০.২৩৯) যদি তাদের শেষ দুই ম্যাচেই জয় তুলে নেয় এবং নিউজিল্যান্ড (+৩.৮৫০) কমপক্ষে একটি ম্যাচ জেতে তবে নেট রানরেটে দল দুটির চেয়ে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া (-০.৩০৪) তাদের শেষ ম্যাচ জিতলেও কাজ হবে না।
সেমিতে চলে যাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই অস্ট্রেলিয়ার। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে এ কাজটাই করতে চাইবে স্বাগতিকরা।
Australia move up to second in Group 1, but their NRR remains below England's 👀#T20WorldCup pic.twitter.com/FlL0xOx07d
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 31, 2022