ম্যাচটি ছিল ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার। তাও আবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল নিউ জিল্যান্ডের বিপক্ষে। হারলেই বিদায় এক প্রকার নিশ্চিত। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে শক্তিশালী কিউইদের হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ইংলিশরা। পাশাপাশি জমিয়ে তুললো ‘গ্রুপ-১’ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই। আর সেই সাথে সেমিতে উঠার স্বপ্ন কঠিন হয়ে গেল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।


৪ ম্যাচ থেকে এখন নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৫। এখন শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে সেমিফাইনালে। অবশ্য আজ ব্ল্যাক ক্যাপসরা জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত এক ম্যাচ আগেই। এখন শেষ ম্যাচে যদি তিন দলই জয় পায় তাহলে নেট রান রেট বিবেচনায় নির্ধারণ হবে কে যাবে শেষ চারে।
উল্লেখ্য, শেষ ম্যাচে নিউজিল্যান্ড লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ড লড়বে আফগানিস্তানের সাথে আর ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
মঙ্গলবার (০১ নভেম্বর) ব্রিসবেনে ইংল্যান্ড আগে ব্যাট করে জস বাটলারের ৭৩ ও আলেক্স হেলসের ৫২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৯ তোলে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে নিউ জিল্যান্ড। তাতে ২০ রানের জয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকে ইংলিশরা।
Buttler, Hales, Woakes and Sam Curran step up to deliver a much-needed win for England #T20WorldCup #ENGvNZ
👉 https://t.co/7fJgYP9SKz pic.twitter.com/i5J4hn5DdG
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 1, 2022