ডিফেন্ডার জয়নব বিবি রিতা ছাড়া একাদশের বাকি ১০ জনের একসাথে অভিষেক হলো আন্তর্জাতিক ফুটবলে। জয়নব বিবি এর আগে খেলেছেন মাত্র একটি ম্যাচ। এক কথায় পুরোপুরি ‘নতুন এক বাংলাদেশ’ নিয়েই মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করলেন নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানীর ছোটন।


শুরুটা দারুণই হলো। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ একাদশ
সঙ্গীতা রানী দাস, রুমা আক্তার (অধিনায়ক), কানম আক্তার, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস, মুন্নী আক্তার, ঐশী খাতুন, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, তৃষ্ণা রানী, উমেহলা মারমা।