অস্ট্রেলিয়ার মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। চলছে একাধিক হাড্ডাহাড্ডি লড়াই। একইসঙ্গে চলছথে তারকা গড়া-ভাঙার খেলাও। এমন কয়েক জন ক্রিকেটার রয়েছে যারা এই টি-২০ বিশ্বকাপের পর বাদ পড়তে পারেন দল থেকে।


১। দীনেশ কার্তিক-
বিশ্বকাপে দুটি ম্যাচে এখনও পর্যন্ত ব্যাট করার সুযোগ পেলেও তিনি নজর কাড়তে ব্যর্থ হয়ছে। এমনিতও বযস ৩৭ পেরিয়েছে। টি-০২ বিশ্বকাপের পর তিনি অবসর ঘোষণা করতে পারেন। তা না হলে ঋষভ পন্থ, ইশান কিশান, সঞ্জু স্যামসনরা লাইনে রয়েছে।



২। রবিচন্দ্রন অশ্বিন-
দীর্ঘ দিন ধরেই সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গত টি-০২ বিশ্বকাপ ও এবার টি-২০ বিশ্বকাপে তিনি দলে সুযোগ পেলেও খুব একটা আহামরি কিছু করতে পারেননি। ফলে টেস্ট ক্রিকেটে অপরিহার্য হলেও টি-২০ ক্রিকেটে ফের বাদ পড়তে পারেন অশ্বিন।
৩। অ্যারন ফিঞ্চ-
আন্তর্জাতিক ক্রিকেট তার ফর্ম দীর্ঘ দিন ধরেই ওঠা নামা করছে। বয়সও ৪৫ পেরিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের। একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার হয়তো টি-২০ বিশ্বকাপের পর তিনি টি-২০ ক্রিকেট থেকেও সম্মান নিয়ে সরে যাবেন তিনি। তা নাহলে দল থেকে বাদও পড়তে পারেন।
৪। মার্টিন গাপটিল-
নিউজিল্যান্ডের দীর্ঘ দিনের তারকা ওপেনার মার্টিন গাপটিল। বয়স ৩৫ পেরিয়েছে। ফর্মও ওঠা নানা করছে। টি২০ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও এখনও প্রথম একাদশে সুযোগ পাননি। ফলে টি-২০ বিশ্বকাপের পর নয় তিনি অবসর নেবেন অথবা দল থেকে বাদ পড়বেন।
৫। হায়দার আলি-
অবেক আশা করে তাকে দলে নেওয়া হলেও একাবারেই ফর্মে নেই পাকিস্তানের হায়দার আলি। ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে তার সংগ্রহ ২ ও ০। তৃতীয় ম্যাচে দলে জায়গা পাননি তিনি। মনে করা হচ্ছে টি-২০ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়তে পারেন হায়দার।
৬। টেম্বা বাভুমা-
টি-২০ ক্রিকেটে বরাবরই খুব একটা সফল নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার ধীর গতির ব্যাটিং ওডিআই না টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী হলেও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে তা অনেক সময় দলের সমস্যা হয়ে দাঁড়ায়। টি-২০ ক্রিকেটে দীর্ঘ দিন ধরে ফর্মও ভালো নয় বাভুমার। এমনকী দক্ষিণ আফ্রিকা। হতে চলা টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগেও দল পাননি তিনি।
সুত্র- নিউজ-১৮