দক্ষিণ অস্ট্রেলিয়ার হৃদয় অ্যাডিলেড ওভাল। আর বাংলাদেশের জন্য শুধুই সুখ স্মৃতির ময়দান। টুকটাক যারা টাইগার ক্রিকেটের খবর রাখেন তারা নিশ্চিত করেই ভুলে যান নি ২০১৫ সালের সেই ম্যাচটির কথা। ঐতিহাসিক সেই লড়াইটির কথা! যেখানে ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ।


১৫ রানে জয়ী সেই ম্যাচটিতে দল জিতেছিল মাহমুদউল্লাহ রিয়াদের শতরান, মুশফিকুর রহিমের ৮৯ আর রুবেল হোসেনের আগুন ঝরা বোলিংয়ে (৪/৫৩)।
সেই সাফল্য ফের জাগিয়ে তুলছে বাংলাদেশ দলকে। এবার টি-টোয়েন্টি। সেই একই মাঠে একই সমীকরণ মাথায় রেখে এবার টাইগাররা নামবে ভারতের বিপক্ষে। কিন্তু আগের সেই দলটার মূল কারিগর মুশফিক, রিয়াদ কিংবা মাশরাফি বিন মুর্তজা কেউ নেই এবারের বিশ্বকাপে। আর তাইতো এই মাঠে খেলতে নেমে অবশ্যই সেই ঐতিহাসিক জয়ের কারগিরদের মিস করবে বাংলাদেশ।
আরেকটি কারণেও মুশফিককে আলাদাভে এদিন মিস করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে মুখোমুখি ১১ ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটিতে। সেটি এসেছিল ভারতের মাটিতে ২০১৯ সালে৷ আর সেই একমাত্র জয়ের নায়ক ছিলেন মুশফিকুর রহিম।
অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে ভারত করেছিল ৬ উইকেটে ১৪৮ রান। জবাবে বাংলাদেশ ১৯.৩ ওভারে সেই রান তাড়া করেছিল। ম্যাচটিতে ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন মুশফিক। হয়েছিলেন ম্যাচসেরাও। মাহমুদউল্লাহ ৭ বলে অপরাজিত ছিলেন ১৫ রানে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলে নেই এই দুই ক্রিকেটার। তাদের ছাড়াই ভারতের মুখোমুখি হবে টাইগাররা৷ আর তাইতো অবশ্যই এই তারকাদের মিস করবে বাংলাদেশ।