এ মাস থেকেই শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে এবারের আসার। তবে তার আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।


কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না ফ্রেঞ্চ তারকা পল পগবার। হাঁটুতে চোট পাওয়ায় গত সেপ্টেম্বরে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এ থেকে সেরে উঠে বিশ্বকাপের তাঁর খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁর এজেন্ট রাফায়েলা পিমেন্তা,‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পগবার অস্ত্রোপচার থেকে সেরে উঠতে আরো সময় লাগবে। এ কারণে বিশ্বকাপের বিরতির আগে জুভেন্টাস স্কোয়াডে যোগ দিতে পারবে না পল। কাতার বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে খেলতে পারবে না।’
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন পগবা, গোল করেছেন ১১টি। এর আগে আরেক ফরাসি মিডফিল্ডার আনগালো কন্তেও চোটের কারণে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। মধ্যমাঠের দুই সেনানীকে হারিয়ে খানিকটা ধাক্কা খেল ফ্রান্স। দেশটির কোচ দিদিয়ের দেশম বলেছিলেন, শতভাগ ফিট না হলে জায়গা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে।
Paul Pogba will miss the World Cup through injury, per multiple sources 💔 pic.twitter.com/nbiroyc6mp
— B/R Football (@brfootball) October 31, 2022
শিরোপা ধরে রাখার অভিযানে মুকুট ‘ডি’ গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। আগামী ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
Paul Pogba will miss World Cup due to injury, his agent has confirmed. pic.twitter.com/IbJGpxjK6a
— ESPN FC (@ESPNFC) October 31, 2022