অ্যাডিলেডে যে বৃষ্টি দেখা গেল গত দুই দিনে, আশঙ্কা ছিল আজ বাংলাদেশ-ভারত ম্যাচ ঠিকঠাক মাঠে গড়াবে কি না। আজ সকাল থেকে অ্যাডিলেডের আকাশ অবশ্য সুখবরই দিয়েছে। পুরোপুরি সূর্যের না দেখা গেলেও বৃষ্টি বাগড়া এখনো দেখা যায়নি।


অ্যাডিলেডে ওভালে দুপুরে জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসের ম্যাচটা ঠিকঠাক মাঠে গড়িয়েছে। অ্যাগে ব্যাটিং করে জিম্বাবুয়ে অলআউট হয়েছে মাত্র ১১৬ রানে। নেদারল্যান্ডস-জিম্বাবুয়ের চেয়ে আকর্ষণীয় ধরা হচ্ছে সন্ধ্যার ম্যাচটি। সাকিব–কোহলিদের লড়াই দেখতে এরই মধ্যে মাঠে রওনা দিতে শুরু করেছে বাংলাদেশ-ভারতের দর্শকেরা।
এখনো পর্যন্ত আবহাওয়ার যে চেহারা, সন্ধ্যায় বাংলাদেশ-ভারত ম্যাচটি ঠিকঠাক হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজকে আর বৃষ্টির সম্ভাবনা নেই অ্যাডিলেইডে। তবে আকাশ মেঘলা থাকবে।
অবশ্য অস্ট্রেলিয়ার আবহাওয়া নিয়ে শতভাগ নিশ্চিত করে কিছু বলা কঠিন। রৌদ্রোজ্জ্বল দুপুরের পর বর্ষণমুখর বিকেল হামেশাই দেখা যাচ্ছে। তবে আজ অ্যাডিলেডের আবহাওয়া আভাস দিচ্ছে ক্রিকেট বান্ধব এক সন্ধ্যার। বৃষ্টি না হলেও ঠান্ডা যথেষ্টই আছে। উপমহাদেশের দুই দল এই কন্ডিশনে কতটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দেয় সেটিই দেখার।