সাতবারের চ্যাম্পিয়ান্স লিগ জয়ী এসি মিলান, নয় বছরের অপেক্ষার পর আবার ফিরে এল চ্যাম্পিয়ান্স লিগের নক আউট পর্বে। বুধবার দিন সালজবার্গকে ৪-০ গোলে হারিয়ে এগিয়ে রইল এসি মিলান।


অন্যদিকে পিএসজির জন্য খানিক কঠিন হয়ে গেল চ্যাম্পিয়ান্স লিগের রাউন্ড অব সিক্সটিন। জুভেন্টাসকে ২-১ এ হারানোর পরও, পথ তাদের জন্য মসৃণ হলো না। ম্যাকাবি হাইফিতে বেনফিকার স্টপেজ টাইম গোলে গ্রুপ টেবিলের শীর্ষ স্থান থেকে সরে গেল পিএসজি। এবার তাদের বাছাই হবে সেভেন্থ টায়ার টাইব্রেকারের নিয়ম মাফিক। যে একটি দল তাঁদের ঘরের মাঠের বাইরে কতগুলি গোল করেছে।
এর ফলে, পিএসজির সাথে রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির মতো গ্রুপ বিজেতাদের।
এদিকে এদিন আরেকটি বিশ্ব রেকর্ডের দিকে পা বাড়ালেন ২৩ বছরের কিলিয়ান এমবাপে। নিজের ফুটবল জীবনের ৪০তম গোল করলেন এমবাপে। মাত্র ২৩ বছর, ৩১৭ দিনের এমপাবে, বিশ্ব ফুটবলে হয়ত সর্বকনিষ্ঠ খোলোয়াড় যে এত অল্প বয়সে এই রেকর্ড ছুঁয়ে ফেললেন।