বড় একটা ধরে নিজেকে হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক। জাতীয় লিগে এক ম্যাচে দুই ইনিংসে করেছিলেন ৩৫ রান। এরপর ভারতের তামিলনাড়ু একাদশের বিপক্ষে প্রথম ম্যাচেও ছিলেন ব্যর্থ। তবে দ্বিতীয় ম্যাচে এসে ছন্দে ফিরেছেন মুমিনুল। এই ম্যাচে ভালো ব্যাটিং প্রদর্শন করেছেন গত ম্যাচের ম্যাচসেরা বোলার তাইজুল ইসলামও।


চার দিনের ম্যাচটির প্রথম ৩ দিন আলোকস্বল্পতা ও বৃষ্টিতে ৪৫ ওভার ব্যাট করে বাংলাদেশ। ২৭ রানে চতুর্থ দিন শুরু করা মুমিনুল ১৫৬ বলে তুলে নেন ফিফটি। সপ্তম উইকেটে তাইজুল ইসলাম ও মুমিনুলের ৯৫ রানের জুটিতে ১৯১ রানে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ।
৬৯ রানে অপরাজিত মুমিনুলের সঙ্গী তাইজুল করেন হার না মানা ৪১ রান। এরপর তামিলনাড়ু ২ উইকেটে ৬২ রান তুলতেই আবার নামে বৃষ্টি। তাতেই ম্যাচটি ড্র হয়ে যায়। দুই ম্যাচের সিরিজ ১-০-তে এগিয়ে থেকে শেষ করলেন মোহাম্মদ মিঠুনরা।