হঠাৎ অধিনায়কের পদ থেকে ইস্তফার ঘোষণা দিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। শুক্রবার (৪ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪ রানে হারার পর এক টুইটবার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফগান অধিনায়ক।


#AUSvsAFG #AFGvsAUS #AFGvAUS
Yet one more poor worldcup for Afghanistan. Didn't expect them to play well either.
Time for big decisions by @ACBofficials@MohammadNabi007 should retire from International cricket. Youngsters need to given opportunity. @RGurbaz_21 @IZadran18 pic.twitter.com/BZA7C4MURE— Khan (@Khan_Tweets_) November 4, 2022
He almost pulled it off!
Rashid Khan has worked his magic at this #T20WorldCup 🪄 pic.twitter.com/P9zHpR60dT
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2022
টুইটবার্তায় নবি লিখেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গেছে। এই ফল আমরা কিংবা সমর্থকরা কেউই আশা করিনি। ফল নিয়ে আমরা খুবই হতাশ।’
বিদায়বেলায় নির্বাচক কমিটির সঙ্গে দ্বন্দ্বের আভাসও দিয়েছেন নবি। টুইটে তিনি লিখেন, “নির্বাচক কমিটি এবং আমি একই ভাবনায় ছিলাম না, যা দলের ভারসাম্যের উপর প্রভাব ফেলে।”
— Mohammad Nabi (@MohammadNabi007) November 4, 2022
এখনই অবসরের ঘোষণা দিতে রাজি নন জানিয়ে তিনি লেখেন, খেলা চালিয়ে যাবেন এবং টিম ম্যানজেম্যান্ট ও নির্বাচকরা চাইলে তাকে পাবে।
আফগানিস্তান এবার সরাসরি সুপার টুয়েলভে খেলেছে। পাঁচ ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। তিনটিতে হেরেছে, বৃষ্টির কারণে দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
২০১৩ সালে প্রথমবার আফগানিস্তানের নেতৃত্ব পেয়েছিলেন নবি। এরপর কয়েক হাত ঘুরে আরও একবার নেতৃত্ব পান। নবির নেতৃত্বে ৩৫টি টি-টোয়েন্টি খেলে ১৬টিতে জিতেছে আফগানরা।

Afghanistan ended their #T20WorldCup campaign with no wins in the Super 12 stage following which Nabi announced his decision! 👀
Full details 👇https://t.co/I3HVPFVVDI
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2022