পাকিস্তান যুবাদের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিন বল হাতে দারুণ কাটিয়েছে বাংলাদেশের যুবারা। যদিও আলোক স্বল্পতার কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি সফরকারী বাংলাদেশ দল। প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৬৮ ওভার।


মুলতান ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৪ নভেম্বর) টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। স্বাগতিক দল ৬৮ ওভারে মাত্র ২২৪ রান অলআউট হয়।
শূন্যরানে পাকিস্তান অধিনায়ক সাদ বেগকে ফিরিয়ে আক্রমণের শুরু করেন মারুফ মৃধা। এরপর নিয়মিত বিরিতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।
সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ জুলফিকার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত ছিলেন আলি আসফান্দ।
মোহাম্মদ ইবতিসাম ৩৯, হাসিব নাজিম ৩৩ রান করে সাজঘরে ফেরেন। এ ছাড়া কেউ-ই বিশের ঘর পার হতে পারেননি।
বাংলাদেশি যুবাদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। দুটি করে উইকেট নেন মারুফ মৃধা ও জিসান আলম। ১টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফিজুর রহমান রাব্বি। বোলাররা তাদের কাজ করে দিয়েছে। এবার পালা ব্যাটসম্যানদের।
Four-day match – Pakistan U19 v Bangladesh U19
Stumps (day 1) at Multan Cricket Stadium, Multan
Pakistan: 224 all out (68 ov)
Scorecard: https://t.co/caCYmfXWq5#PAKvBAN | #PakistanFutureStars pic.twitter.com/NdPt1R1Uuw
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) November 4, 2022
Stumps on day one of the four-day match at Multan Cricket Stadium 🏏#PAKvBAN | #PakistanFutureStars https://t.co/jtzxJKoiqc pic.twitter.com/TszLPUEbTQ
— Pakistan Cricket (@TheRealPCB) November 4, 2022