টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ সকাল ১০ টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। বাংলাদেশের সেমিফাইনালের আশা টিকে আছে এখনো! তবে ঝুলে আছে অনেক যদি কিন্তুর ওপর।


গ্রুপ-২ এ বাংলাদেশ বর্তমানে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলে আপাতত ৩ নম্বরে আছে। তাই সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে হারাতে হবে। তারপর ভারত বা দক্ষিণ আফ্রিকাকে তাদের শেষ ম্যাচে হারতে হবে!
এদিকে বাংলাদেশ দল জানিয়েছে এতোকিছু না ভেবে তারা পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য খেলবে। গুরত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। গত ম্যাচে সুযোগ পাওয়া পেসার শরিফুল এই ম্যাচে আর সুযোগ পাচ্ছেন না। শরিফুলের জায়গাতে খেলতে পারে এবাদত হোসেন।
অন্যদিকে পুরো টুর্নামেন্টে সুযোগ পেয়েও ব্যর্থ ইয়াসির আলি রাব্বির পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার বা বাহাতি স্পিনার নাসুম আহমেদে।
একনজরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম/সৌম্য, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন।