বাংলাদেশের বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তকে নেওয়ায় কম সমালোচনা হয়নি। এই বাঁহাতি ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে তো নিয়মিতই হচ্ছেন ট্রলের পাত্র। তবে এই ব্যাটারই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। এমনকি সুপার টুয়েলভে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করাদের তালিকাতেও জায়গা তরে নিয়েছে। সবচেয়ে বেশি অর্ধশতও তাঁর। তিনি হাঁকিয়েছেন সবচেয়ে বেশি চারও।


পাঁচ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ১৮০ রান। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে তৃতীয় সর্বোচ্চ রান। ভই তালিকায় সবার উপরে কোহলির রান ২৪৬। তারপরে আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তার রান ১৯৫।
শান্তন এবারের বিশ্বকাপে ব্যাটিং গড় ৩৬ , স্ট্রাইকরেট ১১৪.৬৪। রানের দিক দিয়ে দুইয়ে লিটন দাস। শান্তর চেয়ে ৫৩ রান কম তার। লিটনের স্ট্রাইকরেট অবশ্য অনেক ভালো, ১৪২.৬৯। বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৯৫ রান করেছেন আফিফ হোসেন। এছাড়া সৌম্য সরকার ৪৯, সাকিব আল হাসান ৪৪ ও নুরুল হাসান সোহান মোট ৪১ রান করেছেন।
এবারের বিশ্বকাপে তিনটি ফিফটি হাঁকিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। একটি লিটন দাসের। ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। আর বাকি দুটি ফিফটিই এসেছে শান্তর ব্যাট থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ ও পাকিস্তানের বিপক্ষে ৫৪ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে শান্তর ৭১ রানই এবারের বিশ্বকাপে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস।
সবচেয়ে বেশি চারও হাঁকিয়েছেন শান্ত। পাঁচ ম্যাচে শান্ত হাঁকিয়েছে ২০টি চার। এই তালিকায় দুইয়ে থাকা লিটনের চারের সংখা ১১টি। ৬টি চার মেরেছেন সৌম্য।
Bangladesh best performance by Nazmul Hossain Shanto in t20wc 2022 #shanto #T20WorldCup pic.twitter.com/wjnYtOoLqQ
— SportsZone24 (@Sportszone24bd) November 6, 2022