ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে নিজেদের হারিয়ে খুঁজে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে উনাই এমেরির দল।
কোচ হিসেবে এদিনই প্রথম ভিলা পার্কে অ্যাস্টন ভিলার ডাগ আউটে দাঁড়ান এমেরি। কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই দলকে দুর্দান্ত এক জয় উপহার দিলেন এই মাস্টারমাইন্ড।
ম্যাচের প্রথম ১১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল গেল দুইবার। বিরতির আগে ভাগ্যের ছোঁয়ায় ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিল এরিক টেন হাগের দল। তবে চেনা আঙিনায় অ্যাস্টন ভিলার উজ্জীবিত পারফরম্যান্সে পাত্তা পেল না তারা।
অ্যাস্টন ভিলার কোচ হিসেবে উনাই এমেরির পথচলা শুরু হলো জয় দিয়ে। সেই সাথে দারুণ এক রেকর্ডও গড়েছে স্বাগতিকরা। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে সেই ১৯৯৫ সালের পর আরও একবার পরাজয়ের স্বাদ দিতে সক্ষম হলো দলটি।