কাতার বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র দুই সপ্তাহ। এবারের আসরে অংশ নিতে যাওয়া দলগুলোও এখন বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজাতে শুরু করেছে। খেলোয়াড়েরাও ক্লাবের দায়িত্ব শেষ করে জাতীয় দলে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।
আর দিন কয়েকের মধ্যেই বিরতি পড়বে ক্লাব ফুটবলে। সবাই তখন পুরোপুরিভাবেই বিশ্বকাপ উৎসবে মেতে উঠতে শুরু করবে। বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দিতে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন মেসি-নেইমার-রোনালদোরা।
এরই মধ্যে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা বলতে শুরু করেছেন তারকারাও। তাঁরা কথা বলছেন নিজেদের প্রস্তুতি, সম্ভাবনা ও পছন্দ নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার নেইমারও বিশ্বকাপে নিজের ফেভারিট দলের নাম জানিয়েছেন। নেইমারের সেই তালিকায় আছে ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়াম।
নিজের দেশ ব্রাজিলকেও পিছিয়ে রাখছেন না নেইমার। ব্রাজিল এবার কাতারে যাচ্ছে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার খোঁজে। পরীক্ষিত সেনানী নেইমারদের সাথে প্রথমবারের মতো বিশ্বকাপ মাতাতে যাওয়া ভিনিসিয়াসরা আশা বাড়াচ্ছে সেলেকাও সমর্থকদের।