শেষ টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে সেমির স্বপ্নও শেষ বাংলাদেশের। জয়ের দিক বিবেচনায় নিজেদের সেরা টুর্নামেন্ট দাবি করা হলেও ব্যাটে-বলে নেই তেমন বড় নাম। তবে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। অনেক সমালোচনার পরেও শান্তর দুর্দান্ত খেলায় সমালোচকদের একহাত নিয়েছেন সাবেক ক্রিকেট খালেদ মাহমুদ সুজন।


শান্তর এমন পারফর্মম্যান্স নিয়ে গণমাধ্যমে সাথে আলাপকালে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘ আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত। ’ এতো সমালোচনার পরেও শান্ত আউট অব দ্য বক্স পারফর্ম করেছে বলেও তিনি মনে করেন।
সুজন বলেন, ‘আমার কাছে অবাক লাগে যে, শান্তকে নিয়ে কেন এতো কথা হয়েছিল। আমি মনে করি, একটা ছেলের প্রতি এটা অবিচার। সে (দলে) সুযোগ পেয়েছে এটা তো তার দোষ না, তাকে সুযোগ তো সিলেক্টররা দিয়েছে, বোর্ড থেকে আমরা দিয়েছি। দোষ যদি হয় তাহলে সেটা আমাদের (টিম ম্যানেজমেন্ট) হওয়া উচিত। তাকে নিয়ে এতো কথা বলার পরও সে যে পারফর্ম করেছে সেটা আউট অব দ্য বক্স। আমি মনে করি, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত।’
সুজন যোগ করেন, ‘বাট আমি বলছি না যে শান্ত খুব ভাল খেলেছে, বা অনেক বেশি করেছে। বাট আমার মনে হয় যে ওর মধ্যে সেই জিনিসটা আছে বলেই নির্বাচকরা সবসময় ওকে সিলেক্ট করে। যে কোনো বিদেশী কোচ শান্তকে দলে নিতে চায়। কারণ ওর যে কাজের ধরণ সেটা দেখেই ওকে নিতে চায় সবাই।’