কাতার বিশ্বকাপ রেফারিংয়ের দায়িত্ব পেয়েছেন ফাকুন্দো তেল্লো। ক্রীড়াবিশ্বের মহাযজ্ঞ শুরুর আগে রোববার নিজের জাত চেনালেন ৪০ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবল রেফারি। নিজ দেশের ফাইনাল ম্যাচে গুনে গুনে ১০টি লাল কার্ড বের করলেন তিনি।


আর্জেন্টিনায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রেসিং ও বোকা জুনিয়র্সের ম্যাচে এই গণহারে লাল কার্ড দেখানোর ঘটনা ঘটে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। ইনজুরি টাইমে বোকার সেবাস্তিয়ান ভিল্লা ও রেসিংয়ের জোহান কারবোনেরোর মধ্যে হাতাহাতি হলে দুজনকে লাল কার্ড দেন ফাকুন্দো।
অতিরিক্ত সময়ের শুরুতে বোকার অ্যালান ভারেলা দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। এখানেই শেষ নয়। নাটকের বাকি ছিল আরও। অতিরিক্ত সময়ের শেষ দিকে রেসিংয়ের কার্লোস আলকারেজ চমৎকার হেডে জয়সূচক গোল করেন। জিতেই বোকার ভক্তদের সামনে গিয়ে উদযাপন করেন। এমন দৃশ্য সহ্য করতে পারেননি বোকার ফুটবলাররা। রেসিংয়ের ২-১ গোলে জয়ের নায়ক আলকারেজকে ধাক্কা দেন, কান ধরে টানও দিতে দেখা গেছে, বল ছোড়েন তার দিকে।
এই হাতাহাতি, ধস্তাধস্তি থামাতে ফাকুন্দো বোকার পাঁচজনকে দেখান লাল কার্ড, ছাড়েননি আলকারেজকেও। রেসিংয়ের দুজনকে লাল কার্ড দেন আর্জেন্টাইন রেফারি।
আসন্ন বিশ্বকাপে আরও ছয়জন দক্ষিণ আমেরিকান রেফারির সঙ্গে কাতারে যাচ্ছেন ফাকুন্দো। প্রিমেরা ডিভিশনে ১১৮টি ম্যাচে রেফারিং করেছেন। এই সময়ে ৬১২টি হলুদ কার্ড ও ৪৫ লাল কার্ড দিয়েছেন। এক ম্যাচেই তো দিলেন ১০টা। সম্ভবত ফাকুন্দো হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিশ্বকাপের ফুটবলারদের।