আসন্ন কাতার বিশ্বকাপের জন্য চুড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। অভিজ্ঞ দানি আলভেস এবং গ্যাব্রিয়েল জেসুসকে নিয়েই বিশ্বকাপ মিশনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল বস লিওনার্দো বাচ্চি তিতে।
অফিসিয়ালঃ কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা; এই ফুটবলারদের উপর ভর করেই হেক্সা জয়ের মিশনে নামবে সেলেকাওরা।#Brazil #QatarWorldCup2022
'WORLDCUPZONE' প্রোমো ব্যবহার করে জিতে নিন ১৩০০০ টাকা পর্যন্ত বোনাস! pic.twitter.com/imFTI2qaEC— SportsZone24 (@Sportszone24bd) November 7, 2022
সবশেষ গত সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচের দলে না থাকলেও বিশ্বকাপগামী দলে জায়গা পেয়েছেন দানি আলভেস। একই ভাবে তখন জায়গা না পাওয়া গাব্রিয়েল জেসুসও বিশ্ব জয়ের অভিযানে অংশ নিতে যাচ্ছেন।
বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য ফিলিপে কুটিনহো। অবশ্য এ মৌসুমে চেনা ছন্দেও নেই সাবেক লিভারপুল ও বার্সেলোনা মিডফিল্ডার। তাছাড়া সম্প্রতি ঊরুর চোটে পড়ে ছিটকে গেছেন তিনি।
এছাড়া বাদ পড়েছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোও। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ খেলে ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি। এরপরও তিতের দলে জায়গা হয়নি এই অলরেড তারকার।
ব্রাজিল দল:
গোলরক্ষক
আলিসন, এডারসন, ওয়েভার্টন
রক্ষণভাগ
দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, চিয়াগো সিলভা, মার্কুইনহোস, এদের মিলিতাও, গ্লেইসন ব্রেমের।
মধ্যমাঠ
ক্যাসেমিরো, ফাবিনহো, ব্রুনো গুইমারেস, ফ্রেড, লুকাস পাকেতা, এভারটন রিবেইরো, লুকাস পাকেতা।
আক্রমণভাগ
নেইমার, ভিনিসিউস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, এন্থনী, রাফিনহা, রিচার্লিসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, পেদ্রো।