তামিলনাড়ুর বিপক্ষে চারদিনের ম্যাচে জয় পেলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তামিলনাড়ুর দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রান আগেই অলআউট হয় মোহাম্মদ মিঠুনের দল।


সোমবার (৭ নভেম্বর) এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৪২ রান করে তামিলনাড়ু। বাংলাদেশ একাদশ রান তাড়া করতে নেমে ৩ বল আগে ২৩১ রানে অলআউট হয়।
জাকের আলী অনিক-মোহাম্মদ সাইফ হাসান ফিফটি করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত লক্ষ্য পৌঁছাতে পারেনি সফরকারীরা।
১১৫ বলে ৫টি চার ২টি ছয়ের মারে সর্বোচ্চ ৮৬ রান করেন অনিক। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন। এ ছাড়া সাইফ হাসান করেন ৯০ বলে ৭২ রান। দুজনের ফিফটির পর হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ একাদশকে।
এ দুজন ছাড়া সর্বোচ্চ স্কোর ১৩ রান। এটি আসে নাঈম ইসলামের ব্যাট থেকে। এ ছাড়া আর কেউ দুই অংকের ঘরই পার হতে পারেননি। এনামুল হক বিজয় (৩), মুমিনুল হক (১) ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের (১) মতো অভিজ্ঞেরা ছিলেন ব্যর্থ।
বল হাতে তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র। এ ছাড়া দুটি করে উইকেট নেন সাই কিশোর ও সঞ্জয় যাদব।
এর আগে তামিলনাড়ুর অধিনায়ক ইন্দ্রজিৎ-এর ফিফটি (৫১) কৌশিকের ৪৬ ও শাহরুখ খানের ৩৯ রানে ভর করে লড়াকু পুঁজি গড়ে।
বাংলাদেশ একাদশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রেজাউর রহমান রাজা। এ ছাড়া নাঈম ইসলাম নেন ২টি উইকেট।