আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ইতিমধ্যেই নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল ও জাপান। অন্যান্য দলগুলোও ব্যস্ত সময় কাটাচ্ছে দল নিয়ে৷ দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রাথমিক দলের ৪৬ জন ফুটবলার থেকে ১৫ জনকে কমিয়ে ৩১ জনের দল ঘোষণা করেছে। এই ৩১ জন থেকেই ১৪ নভেম্বর আরো ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।


২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। ফিফার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের এক সপ্তাহ আগ পর্যন্ত খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার সুযোগ পাবে দলগুলো। ইঞ্জুরিতে থাকা কয়েকজন খেলোয়াড়ের জন্য অপেক্ষা করতে শেষ সময়ের সুযোগটি নিচ্ছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।
এরই মধ্যে তিনি যে ৩১ জনের দল জমা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সেখান থেকে একজন গোলরক্ষকসহ মোট ৫ জনকে কমিয়ে ফেলবেন তিনি।
মূলত কয়েকজনের ছোটখাটো চোট এবং ডিফেন্ডার ৯ জনের বদলে ৮ জন নিয়ে একজন বাড়তি মিডফিল্ডার বা ফরোয়ার্ড যোগ করবেন কি না—এই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ। তবে এরই মধ্যে গতকালই বেশ কয়েকজন খেলোয়াড়কে তিনি নিশ্চিত করেছেন তারা কাতারে যাচ্ছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।
যারা আছেন ৩১ জনের দলে-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ডার : রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস
ফরোয়ার্ড : থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।
Scaloni viaja hoy a Qatar y entregó a AFA una lista de 31 jugadores. Tendrá que cortar un arquero y 5 jugadores de campo.
Las dudas son por las lesiones y si lleva 9 defensores u 8 y sumar un volante o atacante.
El dt ayer llamó a varios jugadores confirmándoles presencia. pic.twitter.com/LxgHkHfGtb— Esteban Edul (@estebanedul) November 6, 2022