দুই টেস্ট আর তিন ওয়ানডে খেলতে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত। ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। তবে জাতীয় দলের আগে বাংলাদেশ সফর করবে দেশটির ‘এ’ দল।


আগামী ২৫ নভেম্বর তারা ঢাকায় অবতরণ করবে। সফরে তারা দুটি চারদিনের ম্যাচ খেলবে কক্সবাজার ও সিলেটে।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ২৯ নভেম্বর থেকে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ০৫ ডিসেম্বর থেকে।
ভারতের ক্রিকেটারদের টেস্ট দলে জায়গা পাওয়ার পাওয়া সুযোগ হিসেবে ‘এ’ দলের এই সফরটিকে দেখছে বিসিসিআই। যেখানে টেস্টের স্কোয়াডে থাকা একাধিক ভারতীয় ক্রিকেটারেরও থাকার কথা রয়েছে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ভারতের এ দলের আসা নিয়ে সিরিজের আগে ভারতের ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। ভারতের জন্য যে চাহিদা, অন্য আন্তর্জাতিক দলের বেলাতেও তা থাকে। আমরা সেরকম পরিকল্পনা করেই এসব বাস্তবায়ন করি। সেভাবে আমাদের কাজগুলো চলছে।’