টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ছিলেন র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান। কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই যেন একদম ছন্দ খুজে পাচ্ছিলেন না মোহম্মদ রিজওয়ান। অবশেষে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দেখা পেলেন ফিফটির সেইসাথে দলকে জেতাতে রাখলেন বড় অবদান।


সিডনিতে আজ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের ১৫২ রান তাড়ায় রিজওয়ান তুলে নিলেন টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি। ৭ উইকেটে ম্যাচটা জিতে পাকিস্তানও উঠল ফাইনালে।
গত সেপ্টেম্বরে ১০ টি–টোয়েন্টি খেলে ৭ ফিফটি করা এই ব্যাটসম্যানের বিশ্বকাপে প্রথম ফিফটির দেখা পেতে লাগবে ষষ্ঠ ম্যাচ—তা–ও আবার সেমিফাইনালের মতো মঞ্চে—রিজওয়ান কি কখনো এমন ভেবেছিলেন?
সুপার টুয়েলভে প্রত্যাশা অনুযায়ী রান না পেলেও পরিশ্রমের ওপর বিশ্বাস ছিল সব সময়ই। বাকি ভরসাটা রেখেছেন স্রষ্টার ওপর।
ম্যাচসেরা হয়ে রিজওয়ান বলেন, ‘বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা পরিশ্রম করো, পুরস্কার পাবে। আমি পরিশ্রম করে গেছি। তিনি সহজ করে দিয়েছেন।’
রিজওয়ান আরো বলেন, ‘পিচ খেলার জন্য সহজ ছিল না। তবু সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন বলে আক্রমণ শুরু করব। এরপর পাওয়ার–প্লেটা যখন খেলে ফেললাম, সিদ্ধান্ত নিই একজনকে শেষ পর্যন্ত থাকা দরকার।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের দেড় শর বেশি রান তাড়ায় বাবর আজমের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১০০ পার করে ফেলেন রিজওয়ান। দলীয় ১০৫ রানের মাথায় বাবর আউট হয়ে গেলেও রিজওয়ান ছিলেন ১৩২ রান পর্যন্ত, জয় থেকে পাকিস্তান যখন আর মাত্র ২১ রান দূরে।