কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স৷ চূড়ান্ত দল ২৬ জনের হলেও এখনো একজনের নাম ঘোষণা করেননি কোচ দিদিয়ের দেশম। আগামী ১৪ নভেম্বরের মধ্যে বাকি একজনের নাম ঘোষণা করতে হবে ফ্রান্সকে।


দিদিয়ের দেশমের দলে জায়গা করে নিয়েছে করিম বেনজিমা, কিলিয়ান এমবাপ্পে, জিরুড, ভারানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। ২০১৪ সালের পর আবারো বিশ্বকাপে বেনজিমা। প্রথমবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন কামাভিঙ্গা ও চুয়োমানি। আনগালো কন্তে ও পল পগবার অভাব পূরণে করতে পারেন রিয়াল মাদ্রিদে খেলা এই দুই মিডফিল্ডার।
ফ্রান্সের ঘোষিত চূড়ান্ত দলঃ
গোলকিপার: হুগো লরিস, মানদানা ও আরিওলা
রক্ষণভাগ: থিও হের্নান্দেস, লুকা হের্নান্দেস, জুল কুন্দে, বেঞ্জামিন পাভার্ড, কিম্পেম্বে, ইব্রাহিম কোনাতে, সালিবা, উপামেকানো ও রাফায়েল ভারানে।
মধ্যমাঠ: অঁরেলিয়ো চুয়োমানি, এদুয়ার্দো কামাভিঙ্গা,আন্দ্রে রাবিওত, মাতেও গুয়েন্দৌজি, জর্দান ভেরেতৌত ও ফোফানা।
আক্রমণভাগ: আন্তনি গ্রিজমান, করিম বেনজিমা, ওলিভার জিরুড, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্তোফার এনকুনকো, কিংসলে কোমান ও উসমান দেম্বেলে।
𝙏𝙝𝙚 𝙡𝙞𝙨𝙩 of 2️⃣5️⃣ Bleus selected for 𝙩𝙝𝙚 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 👊#FiersdetreBleus pic.twitter.com/eF1rEyjNFW
— French Team ⭐⭐ (@FrenchTeam) November 9, 2022