টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজছে ভাঙনের সুর। পর্দা নামার অপেক্ষা অস্ট্রেলিয়া বিশ্বকাপ। আগামী ১৩ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ড যে কোনও একটি দলের হাতে শিরোপা উচিয়ে ধরার মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বকাপের ৮ম আসরের।


চলতি আসরে খেলোয়াড় ও অংশগ্রহণকারী দলগুলো থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। তার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারের জন্য ৯ সদস্যের সংক্ষিপ্ত খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে।
যেখানে সেরা খেলোয়াড় বাছাইয়ের জন্য বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্ত ভোট দিতে পারবেন। তাদের ভোটের ওপর নির্বাচিত হবে সেরা খেলোয়াড়।
সংক্ষিপ্ত তালিকায় সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ দুইজন করে রয়েছে পাকিস্তান ও ভারতের। এছাড়াও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার রয়েছেন একজন করে।
প্রথম ফাইনালিস্ট হিসেবে যোগ্যতা অর্জন করা পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি ও স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। দ্বিতীয় ফাইনালিস্ট ইংল্যান্ড থেকে পেয়েছেন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার, উদ্বোধনী ব্যাটার অ্যালেক্স হেলস, পেস অলরাউন্ডার স্যাম কুরান।
ভারত থেকে মনোনীত হয়েছেন টপ অর্ডার ব্যাটার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি ও নতুন সেনসেশন টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা থেকে জায়াগা পেয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ানিন্দু হাসারাঙ্গা। জিম্বাবুয়ে থেকে পেয়েছেন বল ও ব্যাট হাতে দুর্দান্ত খেলা সিকান্দার রাজা।
এর আগের আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট যারা
২০০৭- শহীদ আফ্রিদি (পাকিস্তান)
২০০৯- তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)
২০১০- কেভিন পিটারসেন (ইংল্যান্ড)
২০১২- মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
২০১৪- বিরাট কোহলি (ভারত)
২০১৬- বিরাট কোহলি (ভারত)
২০২১- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
9⃣ exceptional performers 💪
The shortlist for the ICC Men's #T20WorldCup Player of the Tournament is now out 🤩
Find out who they are and vote NOW 👇 https://t.co/cGvi3VfrXv
— ICC (@ICC) November 11, 2022