ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের দামামা বেজে গেছে। বৈশ্বিক এই আসরে অংশ নিতে যাওয়া দলগুলো নিজেদের মূল স্কোয়াডও ঘোষণা করতে শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আর্জেন্টিনার নামও।
শুক্রবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে সব শঙ্কার কালো মেঘ উড়িয়ে মূল দলে জায়গা করে নিয়েছেন ইতালিয়ান ক্লাব রোমার হয়ে মাঠ মাতানো পাওলো ডিবালা।
স্কালোনি কর্তৃক ঘোষিত হওয়া আর্জেন্টিনার মূল এই স্কোয়াডে আছেন সদ্যই ইনজুরি থেকে ফেরা পাওলো ডিবালা। ইনজুরির জন্য প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
আগামী ১৬ নভেম্বর স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপে অংশ নেওয়ার উদ্দেশ্যে কাতার পাড়ি জমাবে আলবেসিলেস্তেরা।