আর মাত্র দিন দশেক পরেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। সে উপলক্ষে এবার দল ঘোষণা করলো আর্জেন্টিনা। আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন।
সব শঙ্কা উড়িয়ে লিওনেল স্কালোনির এই দলে জায়গা করে নিয়েছেন পাওলো ডিবালা ও আনহেল ডি মারিয়া। লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে নামবে লা আলবেসিলেস্তেরা।
ইনজুরিতে জিওভান্নি লো সেলসো ছিটকে পড়ার পর আর্জেন্টিনা শিবিরে অনিশ্চয়তা ছিল কেবল পাওলো ডিবালাকে নিয়ে। তার চোট নিয়ে শঙ্কা যে কাটছিলই না। অবশেষে সব দোটানার অবসান টানলেন লিওনেল স্কালোনি। রোমা ফরোয়ার্ড এখনও পুরোপুরি ফিট না হলেও তাকে নিয়েই বিশ্বকাপের দল দিয়েছেন কোচ।
সম্প্রতি চোট কাটিয়ে ফেরা আনহেল ডি মারিয়ার অবশ্য কিছুটা ফিটনেস সমস্যা আছে, তবে তার বিশ্বকাপ নিয়ে শঙ্কা আগেই কেটে গিয়েছিল।
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ
জেরোনিমো রুলি
ফ্রাঙ্কো আর্মানি
রক্ষণভাগ
হুয়ান ফয়েথ
গঞ্জালো মনটিয়েল
ক্রিস্টিয়ান রোমেরো
লিসান্দ্র মার্টিনেজ
নিকোলাস ওটামেন্ডি
ট্যাগলিয়াফিকো
মার্কোস আকুনা
নাহুয়েল মলিনা
জার্মান পেজেল্লা
মধ্যমাঠ
ডি পল
লেয়ান্দ্র প্যারেডেস
এনজো ফার্নান্দেজ
ম্যাক অ্যালিস্টার
গুইদো রদ্রিগেজ
পাপু গোমেজ
প্যালাসিওস
আক্রমণভাগ
লাউটারো মার্টিনেজ
জুলিয়ান আলভারেজ
নিকোলাস গঞ্জালেজ
পাওলো ডিবালা
ডি মারিয়া
লিওনেল মেসি
হুয়াকুইন কোরেয়া