শিরোপা উৎসব করতে হলে, জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে নেপালের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। শেষ মুহূর্তের পেনাল্টি মিসে ঘরের মাঠে শিরোপা বঞ্চিত হতে হলো মারিয়া-কৃষ্ণাদের উত্তরসূরিদের। ডাবল লিগের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।
বয়সভিক্তিক সাফে দুর্দান্ত বাংলাদেশের মেয়েরা। ২০১৭ সালের প্রথম আসরে শিরোপা জেতে মারিয়া-তহুরারা। কিন্তু পাঁচ বছর ঘরের মাঠে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ পেয়েও পারলেন না রুমা-প্রীতিরা। ম্যাচের ১৪ মিনিটেই ডি বক্সের বাইরে থেকে সুশিলার দুর্দান্ত শটে পরাস্ত হন বাংলাদেশের গোলরক্ষক সঙ্গিতা রানী দাস।
ম্যাচের ৫৪ মিনিটে দলকে সমতায় ফেরান অধিনায়ক রুমা আক্তার। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জয়নব বিবি রিতা। ডান পায়ে রিতার সেই দুর্বল শট, সহজে রুখে দেন নেপালের গোলরক্ষক সুজাতা তামাং। শেষ পর্যন্ত পেনাল্টি মিসের খেসারত দিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের কিশোরীদের।