নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে জ্যোতিরা। শনিবার (১২ নভেম্বর) এ দল ঘোষণা করে বিসিবি।


সিরিজের অংশগ্রহণের লক্ষ্যে ২৪ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে নারী ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২ ডিসেম্বর। এবং বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৭ ডিসেম্বর। ওয়েলিংটনে প্রথম ওয়ানডে ১১ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডে এবং সিরিজের শেষ ওয়ানডে ১৭ ডিসেম্বর হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর দেশে ফিরবে নারী ক্রিকেট দল।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আখতার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, রাবেয়া, দিলারা আক্তার, দিশা বিশ্বাস।