আইপিএলের নিলামের আগে আরও এক ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসে খেলা অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে নিয়েছে তারা। গত কয়েক বছর ধরে ভারতীয় দলে খেলছেন শার্দুল। তবে সেই সঙ্গে একটি ধাক্কাও খেয়েছে নাইট শিবির। দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম বিলিংস। তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে মন দেওয়ার জন্য আগামী বছর আর আইপিএল খেলবেন না।
গত আসরে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় শার্দুলকে কিনেছিল দিল্লি। ১৪ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছিলেন ৯.৭৯। সেই সঙ্গে ব্যাট হাতে ১২০ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৩৮। কলকাতা ছাড়াও চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস শার্দুলকে কিনতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেছে কলকাতা। এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে নিউজ়িল্যান্ড সফরে গিয়েছেন শার্দুল। ভারতের এক দিনের দলে রয়েছেন তিনি।
অন্য দিকে একটি টুইট করে নিজের সরে যাওয়ার কথা জানিয়েছেন বিলিংস। তিনি লিখেছেন, ‘‘কেকেআরের হয়ে আগামী আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েই নিলাম। কেন্টের হয়ে ঘরোয়া ক্রিকেটে বড় ফরম্যাটে আরও সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।’’
গত বারের আইপিএলের আগে মেগা নিলামে ২ কোটি টাকায় বিলিংসকে কিনেছিল নাইট রাইডার্স। গত মরসুমে আটটি ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ১৬৯ রান। ২৪.১৪ গড় ও ১২২.৪৬ স্ট্রাইক রেটে রান করেছিলেন বিলিংস। দলের উইকেটরক্ষকের কাজও করেছেন তিনি। গত মরসুমে পয়েন্ট তালিকায় সাত নম্বরে শেষ করেছিল কলকাতা। দলের বিদেশি ক্রিকেটারদের ব্যর্থতা তাতে অনেকটাই দায়ী ছিল।
আগামী আসরের আগে দল গুছিয়ে নিতে শুরু করেছে কলকাতা। এর আগে গত বারের আইপিএল-জয়ী দল গুজরাত টাইটান্স লকি ফার্গুসন ও রহমানুল্লা গুরবাজকে নিয়েছে তারা। ফার্গুসন এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন, ভাল বল করেছিলেন। কিন্তু গত মরসুমের আগে মেগা নিলামে তাঁকে ছেড়ে দিয়েছিল কলকাতা। ১০ কোটি টাকায় তাঁকে কেনে গুজরাত। এক বছর পরে আবার কলকাতায় ফিরেছেন ফার্গুসন।
Attention Knights! The flight from Ahmedabad to Kolkata has landed 💜💙#LockieFerguson @RGurbaz_21 #AmiKKR #GalaxyOfKnights pic.twitter.com/Opde5yZlKy
— KolkataKnightRiders (@KKRiders) November 13, 2022
KKR continue to make moves in the IPL trading window, bring in Shardul Thakur from Delhi Capitals in an all-cash deal
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 14, 2022