আবারও দক্ষিণ আফ্রিকার লাল বলের ক্রিকেটে দেখা যাবে রাসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমাকে। আগামী ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট দলে ফিরেছেন তারা।


১৬ জনের এই দলে নতুন মুখ জেরাল্ড কোয়েটজি। এই মৌসুমে চারদিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজে নাইটসের হয়ে সর্বাধিক ১৫ উইকেট তার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটশিকারি।
সম্প্রতি টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কড়া নজরদারিতে। ইংল্যান্ডের বিপক্ষে দুইবার দুই দিনে অলআউট হয়েছিল তারা। বাভুমা (কনুই) ও ফন ডার ডুসেন (আঙুল) পুরো ফিটনেস ফিরে পাওয়ায় ব্যাটিংয়ের ঘাটতি ঘুচে যায় কি না দেখার অপেক্ষা। কিন্তু কিগান পিটারসেনকে হারিয়ে কপালে ভাঁজ প্রোটিয়াদের।
আবারও উপেক্ষিত হলেন এইডেন মার্করাম। তাতে ব্যাটিংয়ের গুরুভার নিতে হতে পারে থিউনিস ডি ব্রুইনকে। ২০১৯ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি টাইটান্সের এই ব্যাটসম্যান। তবে টেস্ট অধিনায়ক ডিন এলগারের দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে গুরুত্বপূর্ণ শতক হাঁকিয়ে দলে ঢুকেছেন ডি ব্রুইন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়া নিয়মিত স্পিনার কেশব মহারাজ সেরে উঠেছেন এবং অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। সিমন হার্মার তার ব্যাকআপ।
ফাস্ট বোলিং আক্রমণে যথারীতি আছেন কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ায় তার প্রথম সিরিজে দারুণ অবদান রাখেন এবং সিরিজও জেতে প্রোটিয়ারা। আনরিখ নর্কিয়ে, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরম্যান ও কোয়েটজি পেস শক্তি বাড়াবেন।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকা। আগামী বছর জুনে ইংল্যান্ডে ফাইনালে ওঠার দৌড়ে ফেভারিট তারা।
আগামী ১৭ ডিসেম্বর ব্রিসবেনে হবে প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৪ জানুয়ারি সিডনিতে হবে শেষ দুই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল:
ডিন এলগার (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), জেরাল্ড কোয়েটজি, সারেল আরউই, কাইল ভেরিয়েন্নে, মার্কো জানসেন, থিউনিস ডি ব্রুইন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ে, খায়া জোন্ডো, সিমন হার্মার, গ্লেন্টন স্টুরম্যান, রাসি ফন ডার ডুসেন।
SQUAD ANNOUNCEMENT 🚨
🧢 Maiden Test call-up for Gerald Coetzee
🔙 Theunis de Bruyn gets a recall
🔁 Ryan Rickelton (ankle) is replaced by Heinrich KlaasenMore details 🔗 https://t.co/eSNlnb7qYm#AUSvSA #BePartOfIt pic.twitter.com/ZHmPDj32Z7
— Proteas Men (@ProteasMenCSA) November 14, 2022