একমাত্রে টেস্টে ড্র, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়, এবার টি-টোয়েন্টি সিরিজেও দারুণ মুলতানে দারুণ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা।


মুলতানে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানভীর আহমেদ। এছাড়াও রাব্বি নেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে ৩৮ রানের জুটি গড়েন জিসান আলম ও আশিকুর রহমান শিবলি। ১১ বলে ১৬ রান করে ফেরেন শিবলি। জিসান করেন ১৮ বলে ২৪ রান। মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেন শিহাব জেমস ও মাহফুজুর রহমান।
৬৯ রানে ৪ উইকেট পতনের পর দারুণ জুটি গড়েন দুজন। ২৫ বলে ৩৮ রান করে মাহফুজুর আউট হলেও ৩৩ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জেমস। এতে ১৯.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
1st T20 – Pakistan U19 v Bangladesh U19 at Multan Cricket Stadium, Multan
Bangladesh won by 5 wickets.
Pakistan: 143-8 (20 ov)
Bangladesh: 149-5 (19.3 ov)Scorecard: https://t.co/F2vtR0H1qK #PAKvBAN | #PakistanFutureStars pic.twitter.com/mrqYD6Bfbn
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) November 16, 2022