২০ নভেম্বর থেকে শুরু বিশ্বকাপ ফুটবলের মূল আসর। হাতে বেশি সময় নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। টুর্নামেন্টের অন্যতম টপ ফেবারিট আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।


দুবাইয়ের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে আলবিসেলেস্তেদের ফিফা প্রীতি ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ডি মারিয়া ২টি, মেসি, আলভারেজ ও কোরেয়া একটি করে গোল করেন।
#TODAYMATCH#FriendlyMatch#UAEARG #Argentina
UAE V Argentina ➡️ 0-5⚽ J. Alvarez 17'
⚽ A. Di Maria 25', 36'
⚽ L. Messi 44'
⚽ J. Correa 60' pic.twitter.com/lhTdODZm5p— Jebreeet Score Inside (@JebreeetScoreID) November 16, 2022
¡EL CUARTOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO DE #ARGENTINA, LO HIZO LIONEL ANDRÉS MESSI CUCCITTINI!👊🏼🤩🔥#VamosArgentina pic.twitter.com/P8rt8VzTGD
— Argentina Gol (@BocaJrsGolArg) November 16, 2022
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপ ‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।
#Qatar2022, allá vamos 🏆#Argentina goleó 5-0 a Emiratos Árabes con tantos de Julián Álvarez, Di María (2), Messi y Correa.
Ahora, me fui Mundial#TodosJuntos #VamosArgentina 🇦🇷
📸 @Argentina pic.twitter.com/1tDBuFbtjD
— Liga Profesional de Fútbol (@LigaAFA) November 16, 2022