আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বিপিএলের নবম আসর। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় টাইগারদের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স ।


টি-টোয়েন্টিতে জাতীয় দলের নিয়মিত মুখ সোহান। ব্যাটিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও কিপিংয়ে বরাবরই দুর্দান্ত সোহান। আগামী মৌসুমের বিপিএলে রংপুরের হয়ে উইকেটের পেছনে দেখা যাবে সোহানকেই। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, মিনিস্টার রাজশাহীর হয়ে বিপিএলে খেলতে দেখা গেছে সোহানকে।
সোহান ছাড়াও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সব ঠিকঠাক থাকলে শোয়েব মালিক, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, সিকান্দার রাজা এবং পাথুম নিসাঙ্কাকেও দেখা যাবে রংপুরের জার্সিতে।