টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি। ঠিকঠাক উদযাপনের সময়ই পায়নি ইংল্যান্ড। চারদিনের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামতে হয়েছে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে হার মানতে হয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের।


অ্যাডিলেডে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) টস জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। ডেভিড মালানের সেঞ্চুরিতে ভর করে ২৮৮ রানের লক্ষ্য দেয় তারা। রান তাড়ায় নেমে তিন ফিফটিতে ভর করে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দারুণ। ফিফটি করেন দুই ওপেনার ডেবিড ওয়ার্নার-ট্রাভিস হেড। দুজনের জুটি থেকে আসে ১৩৪ রান। বাকি কাজ টা সেরে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ না পাওয়া স্টিভেন স্মিথ।
স্মিথ ৭৮ বলে ৮০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১০টি চারের মারে তিনি এই রান করেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন ক্যামেরন গ্রিন। তার ব্যাট থেকে আসে ২৮ বলে ২০ রান।
মাত্র ১৪ রানের জন্য শতক মিস করেন ওয়ার্নার। ৮৪ বলে ১০টি চার ও ১টি ছয়ের মারে তিনি এই রান করেন। এ ছাড়া ৫৭ বলে ৬৯ রানের দ্রুতগতির ইনিংস খেলেন হেড। তাতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ডেভিড উইলি।
এর আগে মালানের ব্যাটে ভর করে ৯ উইকেটে ২৮৭ রান করে জস বাটলারের দল। তিনে নেমে ১০৭ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৮ বলে ১৩৪ রানে আউট হন তিনি। মালান ছাড়া আর কেউ রানের দেখা পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত ছিলেন উইলি। ইংল্যান্ড হারলেও মালানের হাতে ওঠে ম্যাচ সেরা পুরষ্কার।
অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি হবে ১৯ ও ২২ নভেম্বর।
Australia win comprehensively to go 1-0 in the three-match ODI series 🔥
Watch the remainder of the #AUSvENG ODI series LIVE on https://t.co/MHHfZPzf4H (in select regions) 📺 pic.twitter.com/WWnx87TCDT
— ICC (@ICC) November 17, 2022